• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে ১ দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০৪:০৭ পি.এম.
ছবি-সংগৃহীত

সৌদি আরবে এক দিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার (২ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে চার সোমালি, তিন ইথিওপীয় নাগরিক এবং এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এসপিএ জানিয়েছে, ৭ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ‘হাশিশ’ চোরাচালানের অভিযোগ ছিল, আর সৌদি নাগরিকটি নিজ মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়।

সাম্প্রতিক সময়ে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এএফপির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে ১৫৪ জন মাদক-সম্পর্কিত অপরাধে দণ্ডপ্রাপ্ত।

২০২২ সালে প্রায় তিন বছর পর সৌদি সরকার মৃত্যুদণ্ড কার্যকর করা আবার শুরু করে। এর পর থেকেই মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিচারপ্রক্রিয়া শেষে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

চলমান এ প্রবণতায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপ-পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, ‘আমরা এক ভয়াবহ প্রবণতা দেখছি, যেখানে বিদেশিদের এমন অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেগুলোর জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য নয়।’

তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, জনশৃঙ্খলা রক্ষায় মৃত্যুদণ্ড প্রয়োজন এবং সব ধরনের আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সাজা কার্যকর করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিল আরাকান আর্মি
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিল আরাকান আর্মি
২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান
২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক