চোটে থামল মেসির দুর্দান্ত ধারাবাহিকতা


ফুটবল বিশ্বের অন্যতম সেরা নাম লিওনেল মেসি আবারও চোটের শিকার হয়েছেন। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে লিগস কাপের নেকাসার বিপক্ষে ম্যাচের ১১তম মিনিটেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো-মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ -জানিয়েছেন, মেসির হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছিল এবং চোটের প্রকৃতি নির্ধারণে পরদিনই পরীক্ষা করানো হবে।
এই চোটের কারণে মেসির দুর্দান্ত ধারাবাহিকতায় ছেদ পড়ল। জুলাই ২০২৩ থেকে শুরু করে টানা ১৬টি ম্যাচে মেসি ইন্টার মায়ামির হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন- এমএলএস ও ক্লাব বিশ্বকাপ মিলিয়ে।
তবে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা পান তিনি, যা ছিল ধারাবাহিকতা ভাঙার প্রথম ইঙ্গিত। সেখান থেকে ফিরেই লিগস কাপের ম্যাচে অ্যাটলাসের বিপক্ষে দু’টি অ্যাসিস্ট করেছিলেন, যার একটি থেকে আসে ম্যাচজয়ী গোল।
কিন্তু নেকাসার বিপক্ষে শনিবারের ম্যাচে মেসি মাঠ ছাড়ার সময় স্কোর ছিল ০-০। তার বিদায়ের পর সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি, তবে শেষ পর্যন্ত ২-২ গোলে সমতা এনে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।
চোট মেসির ক্যারিয়ারে নতুন কিছু নয়। ২০২৩ সালে লিগস কাপ জয়ে বড় ভূমিকা রাখার পরও শেষদিকে মাত্র ছয়টি লিগ ম্যাচে অংশ নিতে পেরেছিলেন তিনি।
আর ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে বড় চোট পান, যার প্রভাব পড়ে পরবর্তী মৌসুমে। তবুও মাত্র ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে এমএলএস মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি।
বর্তমানে মেসির চোট কতটা গুরুতর তা জানা না গেলেও, তার ভক্তদের জন্য এটি এক দুশ্চিন্তার সময় - কারণ তার বয়স, ক্লান্তি ও ম্যাচ লোড এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ভিওডি বাংলা/জা