• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০১:৪৩ পি.এম.
৫.১ মাত্রার ভূমিকম্প -ছবি প্রতীকী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও আশপাশের এলাকায় আজ রোববার (৩ জুলাই) ভোররাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনে ভবনগুলো দুলে ওঠে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ৩ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তাকহার প্রদেশের ফারখার এলাকার দক্ষিণ-পূর্বে ৫৮ কিলোমিটার দূরে, হিন্দুকুশ পর্বতমালার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২২.৬ কিলোমিটার।

কম্পন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। হঠাৎ মাঝরাতে কম্পনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এর আগের দিন (২ জুলাই) দেশটিতে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূকম্পনের কারণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ১১ জুন পেশোয়ারে ৪.৭ মাত্রার এবং মে মাসে ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া ও উত্তর ওয়াজিরিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পগুলোর উৎপত্তি ছিল হিন্দুকুশ পর্বতমালার গভীরে।

উল্লেখ্য, ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তানের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার