• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও আছে ইরানের ।

ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (০৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে।”

তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে। এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি।

আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। তিনি ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ইরান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার