• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর গুলি, ১ দিনে নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ১০:২৭ এ.এম.
গাজায় ত্রাণের জন্য হুড়োহুড়ি- ছবি: আনাদোলু নিউজ এজেন্সি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে শনিবার ভোর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি হাসপাতাল সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে ৩৮ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তার অপেক্ষায় ছিলেন। এই সংস্থার কার্যক্রম শুরুর পর থেকেই বিতরণস্থলগুলোতে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয় যে, তারা কিছু এলাকায় ‘কৌশলগত বিরতি’ কার্যকর করবে যাতে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হয়। কিন্তু বাস্তবে সহিংসতা বন্ধ না হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে।

জাতিসংঘের মানবাধিকার দফতরের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে নিহত হয়েছেন অন্তত ১,৩৭৩ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯৩ জন শিশুসহ ১৬৯ জন অনাহার বা অপুষ্টিজনিত কারণে মারা গেছেন।

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সম্প্রতি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, স্পেন, জার্মানি এবং ফ্রান্সসহ কিছু দেশকে আকাশপথে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে।

তবে জাতিসংঘের সাহায্য সংস্থা আনরোয়া এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, কেবল বিমান থেকে ত্রাণ ফেলা যথেষ্ট নয়। তারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে স্থলপথে ত্রাণ প্রবেশে বাধা অপসারণ করা হয় এবং মানবিক সহায়তার প্রবাহ নির্বিঘ্ন করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী