• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ১০:১৭ এ.এম.
ঢাকায় তীব্র যানজট -ছবি সংগৃহীত

ছাত্রদলের‌ ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশকে ঘিরে  আজ রোববার (৩ আগস্ট) সকাল থেকেই ঢাকায় তীব্র যানজট দেখা গেছে। একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষা এবং সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীর রাস্তায় বাড়তি চাপ সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের চিত্র ছিল চোখে পড়ার মতো। গণপরিবহনে যাত্রীর চাপ ছিল অতিমাত্রায়, বাসে উঠতে দেখা গেছে হুড়োহুড়ি।

শ্যামলী বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা চাকরিজীবী শামীম হোসেন বলেন, ‘গাড়িতে ওঠার জায়গা নেই। আর উঠলেও কখন পৌঁছাবো বলা মুশকিল।’

সিএনজি চালক আলমগীর বলেন, ‘টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই ৩৫ মিনিট লেগেছে, যেখানে সাধারণত ১০ মিনিটের বেশি লাগে না।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এক দিনে একাধিক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এজন্য বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি ঘোষিত বিকল্প রুট:
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলবে।

কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাঁটাবন থেকে নীলক্ষেত/পলাশী বা সোনারগাঁও (হাতিরপুল) হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করবে।

মৎস্যভবন মোড়: কদম ফোয়ারা বা হাইকোর্ট এলাকা থেকে আগত যানবাহন হেয়ার রোড বা মনসুর আলী সরণি দিয়ে চলবে। কাকরাইল থেকে আগত গাড়িগুলো হাইকোর্ট হয়ে গুলিস্তান যাবে।

টিএসসি/রাজু ভাস্কর্য: শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে চলাচল করতে বলা হয়েছে।

শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান: এসব এলাকার আশেপাশের রাস্তাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
ছাত্র সমাবেশ ও জনসভা: যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ
ছাত্র সমাবেশ ও জনসভা: যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ