• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০১:৪০ পি.এম.
তিনজন বাংলাদেশি নিহত-ছবি সংগৃহীত

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহত দুইজন হলেন-মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)। আহতদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, কুয়ান্তান থেকে কুয়ালালামপুরগামী একটি টয়োটা আভানজা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ব্যবহৃত গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদ গত মে মাসেই শেষ হয়ে যায়।

দুর্ঘটনার তদন্ত চলছে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায়। পুলিশ নিহত ও আহতদের নিয়োগকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি, গাড়িটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে পুসপাকম-এর মাধ্যমে পরীক্ষা করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার পথে লাল-সবুজের ত্রাণবহর
গাজার পথে লাল-সবুজের ত্রাণবহর
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: রাষ্ট্রদূত মুশফিক
সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: রাষ্ট্রদূত মুশফিক