• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৯ পি.এম.
সেনা সদরে ব্রিফিংকালে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্দেশনা পেলে মাঠে নামতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনাসদরে আয়োজিত এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

কর্নেল শফিকুল বলেন, নির্বাচন কমিশন (ইসি) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নির্দেশনা এলেই তা বাস্তবায়ন করা হবে।

সেনাবাহিনীর চলমান অভিযানের বিবরণ দিয়ে তিনি জানান, গত চার সপ্তাহে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। এই সময়ের মধ্যে ৩৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৭৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আগস্ট মাস থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত হারিয়ে যাওয়া ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭২৯টি এবং ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড গুলির মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত চার সপ্তাহে নতুন করে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৫৯ জন। এদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত ডাকাতসহ নানা ধরনের অপরাধী রয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধারে অভিযান এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর