এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ


আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রথম আসরেই কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়াই করবে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে।
মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রতে এই তিন কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে ড্রতে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি।
বাংলাদেশ ছিল চার নম্বর পটে। ড্র–ও শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। ইরানের পর বাংলাদেশের নাম তোলায় তারা ‘বি’ গ্রুপে পড়েছে। পজিশন অনুযায়ী ওই গ্রুপে বাংলাদেশ তৃতীয় দল। সেটা তোলেন আরেকজন। আর ‘সি’ গ্রুপের তৃতীয় দল হয় ভারত।
চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান ওঠায় বাংলাদেশ বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে।
ভিওডি বাংলা/ এমএইচ
নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে …

শ্রীপুরে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল …

সিঙ্গাপুরে সাঁতারে সামিউলের নতুন রেকর্ড
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে …
