• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পেনকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক    ২৮ জুলাই ২০২৫, ১০:২০ এ.এম.
স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দল। ছবি : এএফপি

ইউরো নারী ফুটবল ফাইনালে নাটকীয় টাইব্রেকারে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১-১।

২৫তম মিনিটে ওনা বাতিয়ের দুর্দান্ত ক্রসে হেডে গোল করে স্পেনকে এগিয়ে দেন মারিওনা ক্যালদেন্তে। প্রথমার্ধে ইংল্যান্ড ফরোয়ার্ড লরেন জেমস চোটে পড়লে বদলি হিসেবে মাঠে নামেন ক্লোই কেলি। তার দারুণ ক্রস থেকে ৫৭তম মিনিটে হেডে গোল করে সমতায় ফেরান আলেসিয়া রুসো।

ম্যাচের বাকি সময় ও অতিরিক্ত সময় জুড়ে স্পেন আধিপত্য করলেও গোল আদায় করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টিতে প্রথম শটেই ব্যর্থ হন ইংল্যান্ডের বাথ মিড। তবে ইংলিশ গোলরক্ষক হান্নাহ হাম্পটন দারুণ দুটি সেভ করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। স্পেনের ক্যালদেন্তে ও বোনমাতির শট ঠেকান তিনি।

শেষ শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ক্লোই কেলি। ৩-১ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে ইংল্যান্ড।

এই জয়ে দেশের বাইরে প্রথম বড় টুর্নামেন্টের শিরোপা পেল ইংল্যান্ড নারী দল। একইসঙ্গে কোচ সারিনা ভিগম্যান গড়লেন ইতিহাস—দুই ভিন্ন দেশের কোচ হয়ে ইউরো জয়ের হ্যাটট্রিক করলেন তিনি (ইংল্যান্ড ও নেদারল্যান্ডস)।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিনির বিকল্প খুঁজছে মাদ্রিদ
ভিনির বিকল্প খুঁজছে মাদ্রিদ
আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া
আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া
ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি
ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি