ঐকমত্য নয়, সরকারের উদ্দেশ্য চাপ প্রয়োগ: সালাহউদ্দিন


বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যদি জাতীয় ঐকমত্য সনদ (জুলাই সনদ) জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করতে ব্যর্থ হয়, তবে তার দায় সম্পূর্ণভাবে সরকারের এবং ঐকমত্য কমিশনের ওপর বর্তাবে।
তিনি মনে করেন, সংস্কার আর নির্বাচনী ব্যবস্থাদুটো একসঙ্গেই এগিয়ে না নিলে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্প্রতি গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ঐকমত্যের নামে চাপ প্রয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘চাপ দিয়ে জবরদস্তি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা যদি করা হয়, তাহলে সেটা আর জাতীয় সনদ হয় না, সেটা একপক্ষীয় দলিল হয়ে যায়।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাতে অনেক মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কিছু বিষয়ে মতভেদ থাকতেই পারে, সেগুলো নোট অব ডিসেন্ট হিসেবে উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ সনদ প্রস্তুত করা সম্ভব।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কখনোই পিআর (প্রতিনিধিত্ব অনুপাতে আসন বণ্টন) পদ্ধতিকে সমর্থন করেনি। এই পদ্ধতি উচ্চকক্ষ সংক্রান্ত আলোচনায় এসেছে, নিম্নকক্ষ নয়।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করলে সেটা হতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। প্রশ্ন হচ্ছে আমরা আসলেই আরেকটি পার্লামেন্ট চাই কি না? রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয়তা দুটোই বিবেচনায় নিতে হবে।’
তিনি উচ্চকক্ষের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করে বলেন, ‘আমরাই ৩১ দফায় প্রথম এই ধারণা দিই। উদ্দেশ্য ছিল মেধাসম্পন্ন, অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি পরামর্শমূলক উচ্চকক্ষ গঠন। কিন্তু সেটা যেন ক্ষমতাসীনদের সুবিধার জন্য ব্যবহার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে।’
যেসব রাজনৈতিক দল বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে, তাদের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি সংস্কারের সবচেয়ে বড় প্রবক্তা। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা। সেটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমাদের প্রতিটি প্রস্তাব এখন ঐকমত্য আলোচনার অংশ।’
তিনি আরও বলেন, ‘যারা বলছেন বিএনপির কারণে সংস্কার এগোচ্ছে না, তারা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। এতে সরকারের স্বার্থসংশ্লিষ্ট উদ্দেশ্য থাকতে পারে।’
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, তাকেই আজ আইনের মুখোমুখি হতে হয়েছে। এটা একটা নজির। এই সরকার ব্যবস্থার অবসান ঘটানো হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা তা পুনঃপ্রতিষ্ঠার জন্য পনেরো-ষোল বছর সংগ্রাম করেছি।’
সংলাপ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির উচ্চ পর্যায়ের এই নেতা বলেন, ‘আলোচনার টেবিলে সত্যিকারের মতামত ও প্রস্তাব থাকলেই জাতীয় ঐকমত্য সম্ভব। তবে চাপের মাধ্যমে কিছু চাপিয়ে দেওয়া হলে সেটা দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনোভাবেই সহায়ক হবে না।’
ভিওডি বাংলা/ডিআর
নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিএনপি নেতা পিন্টু
রাজধানীর উত্তরায় বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের দুই …

জাতীয় পার্টি কারো একক সম্পত্তি নয়, জনগণের দল: হাওলাদার
৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তরুণ প্রজন্ম রাজনীতিতে নতুন …

তরুণদের জন্য এনসিপি গঠিত হয়েছে- নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতা সংগ্রামের …
