আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রেস উইং


উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি পোস্ট দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর সে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। তবে ৩০ মিনিটের মধ্যে তা আবার সরিয়ে নেওয়া হয়।
ওই পোস্টে লেখা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।’
এরপর পোস্টে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের চলতি হিসাব নম্বর যুক্ত করা হয়। তবে কিছুক্ষণ পর সে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
ভিওডি বাংলা/ আরিফ
পূর্ব চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু
পূর্ব চীনের শানডং প্রদেশে মঙ্গলবার আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে …

রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে …

৯ ঘণ্টা অবরুদ্ধ থেকে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব
পুলিশ ‘প্রহরায়’ টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন …
