• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত দুই শতাধিক

   ২০ জুলাই ২০২৫, ১২:০১ পি.এম.
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে চলতি বর্ষা মৌসুম ভয়াবহ রূপ নিয়েছে। জুনের শেষ থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২০২ জনের, যাদের মধ্যে ৯৬ জনই শিশু। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) এ তথ্য জানিয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঞ্জাবে প্রাণ গেছে ১২৩ জনের। এছাড়া খাইবার পাখতুনখাওয়া, সিন্ধু, বেলুচিস্তান, ইসলামাবাদ ও আজাদ কাশ্মীরেও প্রাণহানি ঘটেছে।

মৃতদের বেশিরভাগই ঘর ধসে, ভূমিধসে বা আকস্মিক বন্যায় মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৫৬০ জন, যাদের মধ্যে ১৮২ জন শিশু।

রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক এলাকা এখনো পানির নিচে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন। পাঞ্জাবে জরুরি মেরামত ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

দুর্বল অবকাঠামো ও অপ্রস্তুত প্রশাসনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস