• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো

   ১৭ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শিশু শহীদদের স্মরণে জুলাই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাইমারি স্কুল ২৫০০ টাকা করে বরাদ্দ পাচ্ছে। আগামী ২৪ জুলাই দেশের সকল প্রাইমারি স্কুলে একযোগে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। গতকাল (বুধবার) প্রাইমারি অধিদপ্তর থেকে এ বিষয়ে অর্থ বরাদ্দের চিঠি প্রতিটি জেলায় জেলা প্রাইমারি শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান বলেন, সারাদেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর প্রত্যেকটিতে ২ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে। 

গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনে শতাধিক শিশু শহীদ হয়। শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল ১৬ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব, অর্থ বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে  সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের কথা জানানো হয়।

উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদানের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান আরও জানান, জুলাই অবদানকে হৃদয়ে ধারণ করার জন্য তার অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের  মাধ্যমে জুলাই বিপ্লবের অনুষ্ঠান পালন করা। 

তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের গল্প শুনতে পারবে এবং ভবিষ্যতে এটা তাদের কাজে লাগবে। অনুষ্ঠানগুলোতে দেশের ৬৫ হাজার স্কুলে প্রায় এক কোটি শিশু উপস্থিত থাকবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ