• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

হাসিনা দিতেন প্রোটেকশন, তারেক রহমান দেন শাস্তি: রিজভী

   ১৭ জুলাই ২০২৫, ০৪:০৬ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তার অপরাধী কর্মীদের প্রশ্রয় দিতেন, সংসদে দাঁড়িয়ে প্রোটেকশন দিতেন। অন্যদিকে আমাদের নেতা তারেক রহমান দলের কোনো কর্মীর বিররুদ্ধে অভিযোগ পাওয়ামাত্র তাকে শাস্তির আওতায় আনেন। দলের পক্ষ থেকে তো বটেই আমরা প্রশাসনকেও সবসময় আহ্বান জানাই অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর পান্থপথ বসুন্ধরা মার্কেটের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. এএস হায়দার পারভেজ, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের গৃহীত বিভিন্ন কর্মসূচির আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, লিফলেট বিতরণ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার,ডা পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. হারুন আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম,ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামিমুর রহমান শামিম, প্রকৌশলী জহির উল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, সাংবাদিক সাঈদ খান,মনিটর ডা.মো. মেহেদী হাসান, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী সুমায়েল মল্লিক, প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির, কো-অর্ডিনেটর ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, অধ্যাপক ড. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহিন হাওলাদার, কৃষিবিদ ড. আকিকুল ইসলাম, সদস্য ডা. মো. সিরাজুল ইসলাম, শামিমা রহিম, ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংবাদিক মোরসালিন নোমানি, ডা. এম আর হাসান, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা লাবিদ রহমান, ডা. লিংকন, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মাহমুদুল হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. নয়ন, এম- ট্যাব এর সিনিয়র যুগ্মমহাসচিব দবির উদ্দিন তুষার ও মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্স চত্বরে ও এর সংলগ্ন এলাকায় পাঁচ হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে। পরবর্তীতে বৃষ্টি কমলে স্পে এবং মশারি বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা