ভুটানের সঙ্গে ১-০তে এগিয়ে বিরতিতে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
টানা দুই জয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম লেগের শেষ ম্যাচেও ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৫ জুলাই) ঝির ঝির বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষককে পেমা ইয়াংজম একা পেয়েও পরাস্ত করতে পারেননি তৃষ্ণা রানী।
আসরের নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকে রাখা হয়েছে বিশ্রামে। আগের দুই ম্যাচে গোলরক্ষকের দারিত্ব পালন করা স্বর্ণা রাণী মন্ডলও আছেন বিশ্রামে। তার জায়গায় একাদশে এসেছেন মিলি আক্তার। নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে নেই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মত সাগরিকা।
বক্সের ভেতরে শ্রীমতি তৃষ্ণা রাণীর শট কোনো রকমে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি ভুটানের গোলরক্ষক পেমা। তাতে বল চলে আসে শান্তি মার্দির কাছে। সেখানে খানিকটা উঁচিয়ে নেয়া শটে লক্ষ্যভেদ করেন শান্তি। তাতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।
১৯ মিনিটে গোল শোধ দেয়ার সুযোগ পেয়ছিল ভুটান। বাঁ-প্রান্তে যখন খেলদেন ওয়াংমো বল পেলেন তখন তার সামনে শুধুই বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ভুটানের ফরোয়ার্ড শটটা নিলেনও বটে কিন্তু তা গোলরক্ষকের সামনে গিয়ে আটকে যায়। বৃষ্টির পানিতে আটকে যাওয়ায় বল তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি মিলির।
বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুলাই ভুটাবের বিপক্ষেই। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।
ভিওডি বাংলা/ এমএইচ
সাড়ে চার ঘণ্টার নাটকীয় ম্যাচে শেষ হাসি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ-ভুটান ম্যাচ অনেক ঘটনার …

লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে ইতিহাস গড়ল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
বিশ্ববিখ্যাত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ প্রথমবার অংশ নিয়েই চমক …
