ছাত্রদল নেত্রী উর্মিকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ


বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতিমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ৩০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন।
উর্মি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।
তার আইনজীবী মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার (৭ জুলাই) হাইকোর্টের বেঞ্চ জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। বিচারিক আদালতের আদেশে আমরা সন্তুষ্ট। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত নওরীনকে পুনরায় পড়াশোনায় অংশগ্রহণের সুযোগ দেবে।
জান্নাতুল নওরীন উর্মি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিলাম। অথচ রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে বঞ্চিত করা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তারা আমার অনুরোধ উপেক্ষা করায় আদালতের স্মরণাপন্ন হতে হয়েছে।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ও ফেসবুকে লেখালেখি করায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উর্মিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধা দেয়। উর্মিকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে তার বাবা থানায় ১৭ মার্চ ২০১৮ সালে সাধারণ ডায়েরি করেন। ২০২০ সালে ১৪ ই ফ্রেব্রুয়ারি ছাত্রদলের মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় ২০২০ সালের ১ মার্চ তার ওপর হামলা হয়। ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ১১ মার্চ গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাকে প্রধান আসামি করে বরিশালের বন্দর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলা নং ২৪৮/২১ মামলার অন্য আসামিরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আলিম সালেহী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ষষ্ঠ ব্যাচের আবদুল্লাহ ফিরোজ, পঞ্চম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদ।
এ ঘটনার পর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ এনে ছাত্রত্ব বাতিল করা হয়েছিল জান্নাতুল নওরীন উর্মির। তবে আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর উপাচার্য বরাবর আবেদন জানান নওরীন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ৩ ডিসেম্বর একটি আইনগত নোটিশ পাঠানো হয়। পরে প্রশাসন ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে। তবে আশ্বাসের পরও তাকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মিকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশনার কোনো কাগজ এখনো আমরা পাইনি। পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
বাসে ইবি শিক্ষার্থীকে মারধর ও হেনস্থায় ইবি ছাত্রদলের নিন্দা
ইবি প্রতিনিধি
কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে …

শিগগির শুরু হচ্ছে সাত কলেজে ভর্তি কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) …

তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার: ইবিতে প্রতীকী প্রতিবাদী মিছিল
ইবি প্রতিনিধি
আওয়ামী ন্যারেটিভ ধ্বংস করে দেওয়া ‘ঐতিহাসিক ১৪ জুলাইয়ে …
