• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে ইতিহাস গড়ল বাংলাদেশ

   ১৪ জুলাই ২০২৫, ০৩:০৮ পি.এম.
লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে রানার্স আপ বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
বিশ্ববিখ্যাত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ প্রথমবার অংশ নিয়েই চমক দেখাল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই আন্তর্জাতিক আসরে অপরাজিত থেকে ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে দেশের তরুণ ফুটবলাররা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউপিএম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ একে একে হারায় স্পেন, পাকিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়াকে। তবে ফাইনালে ফের মালয়েশিয়ার মুখোমুখি হয়ে ৩৫তম মিনিটে একমাত্র গোল হজম করে ট্রফি হাতছাড়া করে বাংলাদেশ দল।

বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয় ‘হ্যালো সুপারস্টারস’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন ও বিকেএসপিতে কঠোর বাছাইয়ের পর। প্রতিনিধিত্ব করে জাফরানি স্পোর্টিং ক্লাব, যারা লা-লিগা কর্তৃপক্ষের অনুমোদনও পায়।

বাংলাদেশ দল ১০ জুলাই মালয়েশিয়া সফরে যায় হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায়। টুর্নামেন্টের আয়োজক ড্যানিয়েল ওং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, “ড. কামরুল আহসানের আন্তর্জাতিক প্রচেষ্টা ও উদ্যোগের কারণেই লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে এবার বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়েছে।”

বিশ্বমঞ্চে কিশোর ফুটবলের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আইপিএল রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ