• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরা পেলেন জিপিএ ৫

   ১১ জুলাই ২০২৫, ১০:০৯ এ.এম.
লিতুন জিরা

য‌শোর প্রতি‌নি‌ধি

সুস্থ ও সবল শিশু জন্ম নেওয়া প্রতি‌টি পিতা-মাতার জন্য সৃ‌ষ্টিকর্তার পক্ষ থে‌কে এক অ‌শেষ নিয়ামত। কিন্তু অ‌নেক সময়‌ কিছু মানুষ জন্মগ্রহণ ক‌রে একটু ব্যতীক্রমীভাবে। তেম‌নি এক‌টি ব্যতীক্রমী হাত-পা বিহীন প্রতিবন্ধী শিশু জন্ম নি‌য়ে‌ছিল যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ঘ‌রে। নাম তার লিতুন‌ জিরা। মানু‌ষের দৃ‌ষ্টি‌তে সে প্রতিবন্ধী হ‌লেও সকল প্রতিবন্ধকতা দূ‌রে ঠে‌লে দি‌য়ে য‌শোর শিক্ষা বো‌র্ডের অধী‌নে উপ‌জেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে  এবা‌রের এসএস‌সি পরীক্ষায় অংশগহণ ক‌রে বিজ্ঞান বিভাগ থে‌কে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এর আ‌গে লিতুন জিরা পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ও জেএসসি (জু‌নিয়ার স্কুল সা‌র্টি‌ফি‌কেট) পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রে‌খে‌ছিল। প্রাথমিকে ‌সে বৃ‌ত্তি পে‌য়ে‌ছিল।

তার ফলাফ‌লে খু‌শি‌ সহপা‌ঠি, পিতা-মাতা‌, শিক্ষক-‌শি‌ক্ষিকা ও এলাকাবাসী।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানান, তিনি ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হ‌য়ে মানুষ‌কে সেবা কর‌তে চান।

হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই ছেলে-মেয়ের মধ্যে ছোট লিতুন জিরা। সে শ্রেণির সেরা শিক্ষার্থীর পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও রেখেছে চমক জাগানো অবদান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাচায় সবজি চাষে লাভবান হচ্ছে রাজশাহীর চাষিরা
মাচায় সবজি চাষে লাভবান হচ্ছে রাজশাহীর চাষিরা
কুড়িগ্রামে ভারতীয় মদসহ আটক ২
কুড়িগ্রামে ভারতীয় মদসহ আটক ২
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা