• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা

   ৭ জুলাই ২০২৫, ০৮:৩৯ পি.এম.

স্পোর্টস ডেস্ক

ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বেশ কটি দলকে প্রস্তাবও দিয়েছিল বাফুফে। তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দল নয়, নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-শমিত শোমরা।

প্রীতি ম্যাচ দুটির বিষয়ে আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। প্রথম ম্যাচটি হবে আগামী ৬ সেপ্টেম্বর। আর দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর। দুটি ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। এখন পর্যন্ত মোট ২৮ ম্যাচ খেলেছে দুই দল।

আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠ ঢাকাতে সেদিন আতিথেয়তা নেবে হংকং।

সেই ম্যাচকে সামনে রেখেই নেপালের বিপক্ষে প্রস্তুতি সারবেন জামাল ভূঁইয়া-মিতুল মারমারা। একই উদ্দেশ্য নেপালেরও। বাছাইপর্বের ‘সি’ গ্রুপের দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে।

চারে থাকা ভারতের পয়েন্টও সমান। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবার পদক জিতল বাংলাদেশ
প্রথমবার পদক জিতল বাংলাদেশ
জন্মদিনের উৎসবে দুটি শর্ত রেখেছেন ইয়ামাল
জন্মদিনের উৎসবে দুটি শর্ত রেখেছেন ইয়ামাল
এমএলএসে মেসির আবারও রেকর্ড
এমএলএসে মেসির আবারও রেকর্ড