• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

লারার ৪০০ রানের রেকর্ড ‘ভাঙলেন না’ মুল্ডার

   ৭ জুলাই ২০২৫, ০৬:৪২ পি.এম.
মুল্ডার

স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের (৪০০) ব্রায়ান লারার রেকর্ডটি আজ আরো একবার শঙ্কায় পড়েছিল। ব্যক্তিগত ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন মুল্ডার। দিনের শুরু থেকেই ওয়ানডের মতো করে ব্যাটিং করেছেন। তাতে খুব বেশি সময় লাগেনি ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে। মাত্র ২৯৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন প্রোটিয়া অধিনায়ক। এরপর আরও দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। সাড়ে তিনশ যখন পেরিয়ে গেলেন তখন প্রায় সবাই ধরেই নিয়েছিল, আজ নতুন বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে। কিন্তু না, সবাইকে অবাক করে ৩৬৭ রানে গিয়ে ইনিংস ঘোষণা করে দিলেন প্রোটিয়া ক্রিকেটের নতুন দিনের এই ‘অপরিচিত’ অলরাউন্ডার। দলের রান তখন ৬২৬/৫। 

মুল্ডার যখন অধিনায়ক হিসেবে নিজে ইনিংস ঘোষণা করলেন তখন ম্যাচের বয়স মাত্র ৪ সেশন, আর তার রান ৩৬৭; লারাকে ছোঁয়ার বাকি কেবল ৩৩ রান। এমন সময় কেউ ইনিংস ঘোষণা করবে এটা ছিল সম্পূর্ণই অপ্রত্যাশিত। বরং বিশ্বজুড়ে ক্রিকেটভক্তরা অপেক্ষায় ছিলেন নতুন রেকর্ড দেখার। আবার লারাভক্তরা হয়ত কিছুটা ভগ্ন মনোরথে অপেক্ষায় ছিলেন- ‘হায় ক্রিকেটের বরপুত্রের রেকর্ডটা বুঝি ভেঙেই গেল!’

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মুল্ডার। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটার ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই দুজন ছাড়া তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি আর কেউ।

প্রোটিয়াদের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার। ২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রান করেছিলেন হাশিম আমলা। সেটাকে এবার ছাড়িয়ে গেলেন মুল্ডার। ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মুল্ডারের দখলে।

জিম্বাবুয়ের বুলাওয়েতে চলমান সিরিজের ২য় টেস্টের দ্বিতীয় দিন আজ। লাঞ্চের পরপর ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তার আগে ৫ উইকেটে ৬২৬ রান তোলে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৬৭ রান করেছেন মুল্ডার। ৮২ রান করেছেন ডেভিড বেডিংহ্যাম এবং ৭৮ রান এসেছে লোহান ডে প্রিটোরিয়াসের ব্যাট থেকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের