ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আল-আমিন আটক


নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। আল-আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাবি ছাত্রলীগের সহ-সদস্য ছিলেন।
রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তাকে হল ফটক থেকে আটক করা হয়।
ঢাবির শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, কয়েকজন জুনিয়র হলে ছাত্রলীগ নেতা আল-আমিনকে দেখে আমাদের খবর দেয়। আমরা তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেই। তিনি হলে থাকাকালীন শিক্ষার্থীদের গেস্টরুমের নামে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি পরীক্ষার সময়ও শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আল-আমিনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করা হবে। তার বিরুদ্ধে বরগুনা থানায় আরও দুটি মামলা রয়েছে।’
ভিওডি বাংলা/ এমএইচ
ইবি ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আভ্যন্তরীণ ক্যাম্পাস দোকানদারের কাছ থেকে …

ইবির আয়েশা সিদ্দিকা হলে সহীহ কোরআন শিক্ষার আয়োজন
ইবি প্রতিনিধি
হলের ছাত্রীদের মাঝে সহীহ শুদ্ধ কোরআন চর্চার প্রচলন …

যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)"বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং" বিভাগের সহকারী …
