• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজৈরে ১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

   ৬ জুলাই ২০২৫, ০৩:০৭ পি.এম.
রাজৈরে ১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলাধীন বাজিতপুর কিসমদ্দি থেকে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা সুমনের স্ত্রী টুম্পা বেগম (৩০), নয়ানগর গ্রামের বাসিন্দা অনিক হাওলাদার (২২),  বাজিতপুর গ্রামের নয়ন খালাসী (২০) এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের বাসিন্দা সজীব ঘরামী (২০)।

পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন হাওলাদার বাজিতপুর এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি।তার ছত্রছায়ায় এলাকায় মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। শনিবার রাত ৮টার দিকে কিসমদ্দি বাজিতপুর এলাকায় নৌকার মধ্যে মাদক কেনাবেচার খবরে রাজৈর থানার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়। এ সময় সেখান থেকে সুমনের স্ত্রী টুম্পা, জসিম, অনিক  সজীবকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করে রাজৈর থানা পুলিশ।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ১৫০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের রবিবার আদালতে পাঠানো হবে। মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি
বাবার ঘোড়ার গাড়ির চাকায় প্রাণ গেল ছেলের
বাবার ঘোড়ার গাড়ির চাকায় প্রাণ গেল ছেলের
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা