• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

করোনায় আরও একজনের মৃত্যু

   ৫ জুলাই ২০২৫, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। চলতি বছরের এখন পর্যন্ত করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এম এ মালিক
শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এম এ মালিক
মেডিসিন ও ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতি প্রয়োজন
মেডিসিন ও ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতি প্রয়োজন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৯১২
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৯১২