• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে, মবের লোকজনকে পারে না : আব্দুন নূর তুষার

   ৪ জুলাই ২০২৫, ১০:৪৩ পি.এম.
আব্দুন নূর তুষার

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় পুলিশ গুলিয়ে চালিয়ে লোক হত্যা করছে না। কিন্তু একদল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে এবং সেটা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে সেখানে একাধিক লোক আছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে পারে না এটা কি গ্রহণযোগ্য যুক্তি।

সম্প্রতি এক টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আব্দুন নূর তুষার বলেন, ‘জামিন এবং অভিযোগ দুইটিই আদালতের ব্যাপার। আদালত যদি জামিন দেন তাইলে সেখানে কারো কিছু করার নাই। কিন্তু মবের আছে।

জামিনপ্রাপ্ত আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে নেওয়ার উদাহরণ আছে। সরকার বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে ভবিষ্যতে আর কোনো দিন স্বৈরাচার হবে না, কোথাও গুলি চলবে না। যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না সে সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে বাংলাদেশ একেবারে বেহেশতে পরিণত হবে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের ছেলে-মেয়েরা পোশাক পরার জন্য রাস্তায় হয়রানির শিকার হয়।

এই হয়রানি বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? যে পুলিশকে তারা বিশ্বাস করতে পারেন না বলেন শেখ হাসিনার নিয়োগ দেওয়া, তাহলে উনাদের যে পুলিশ পাহারা দেয় তাদের বিশ্বাস করেন কীভাবে, তাদের কে নিয়োগ দিয়েছে।’

 

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যক্তিগত পছন্দে একাধিক উপদেষ্টা নিয়োগ পেয়েছেন : আব্দুন নূর তুষার
ব্যক্তিগত পছন্দে একাধিক উপদেষ্টা নিয়োগ পেয়েছেন : আব্দুন নূর তুষার
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা
ওসি হয়ে গেল হাসিনার দোসর : জুলকারনাইন সায়ের
ওসি হয়ে গেল হাসিনার দোসর : জুলকারনাইন সায়ের