তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এটিই তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ। কাবুলে তালেবানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ এই সিদ্ধান্তের কথা জানান। মুত্তাকি একে ‘সাহসী সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে বলেন, এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার নতুন অধ্যায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বীকৃতির মাধ্যমে আফগানিস্তানের জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্য সম্প্রসারণ এবং সন্ত্রাস ও মাদকবিরোধী সহযোগিতা বাড়বে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলেও এতদিন কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। চলতি বছরের এপ্রিলে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। এর আগে ২০২২ সালে দু’দেশের মধ্যে অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষরিত হয়।
তবে পশ্চিমা দেশগুলো তালেবান সরকারের মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা ও স্বাধীনতা হরণ এবং কঠোর শরিয়া আইন প্রয়োগের নিন্দা জানিয়ে আসছে। চীন, পাকিস্তান, আমিরাত ও উজবেকিস্তান কাবুলে দূতাবাস রাখলেও কেউ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে ভিন্ন অবস্থানে দাঁড় করাল।
ভিওডি বাংলা/ডিআর
নতুন জাতীয় প্রতীক উন্মোচন করল সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় উন্মোচিত হয়েছে নতুন জাতীয় প্রতীক। …

আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
গাজার মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সেটাই সবচেয়ে …

ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত তিন শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও …
