• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানকে সংবর্ধনা

   ২ জুলাই ২০২৫, ০৭:৫২ পি.এম.
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানকে সংবর্ধনা

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস ছালাম খানের আগমনে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়েছে। 

বুধবার (২ জুলাই) আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে এ অতিথিকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন বিভাগটির শিক্ষার্থী নাজমুল করিম ও খানম নূহা বিনতে করিম। 

এসময় বিভাগটির সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর মো. জাকির হোসেন ও হারুনুর রশীদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় সংবর্ধিত অতিথি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের গভার্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছি।ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দেশের প্রথম ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ হবে এই বিশ্ববিদ্যালয়ে। ইসলামকে সমুন্নত রাখতে সর্বোচ্চ সহযোগিতা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলাম নিয়ে কাজ কারার মতো অনেক ক্ষেত্র রয়েছেন। মানব উন্নয়নে কিছু ভালো দক্ষ শিক্ষার্থী আমরা গড়ে তুলতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের ডিজি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই আসনে আসীন হওয়া ইবির জন্য গর্বের বিষয়। আমরা যদি বড়দেরকে সম্মান করতে জানি এবং ছোটের স্নেহ করতে পারি তাহলে আগামীতে সভ্য জাতি উপহার দিতে পারবো। তাঁর আগমনে সবাকে অনুপ্রাণিত করেছে। আমরা বড় হই অন্যকে দেখে, অনুকরণ করে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘ইবি শিক্ষার্থীদের আগে চাকরিতে অপমান করার মতো দৃষ্টান্ত রয়েছে, মাথায় টুপি থাকলেও ইনসাল্ট করা হতো। তবে পরবর্তী বাংলাদেশে এসব আর নাই। আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলি- আইন বুঝতে হয়, মুখস্থের বিষয় নয়। আইন পৃথিবীর মানুষকে শৃঙ্খলিত করেছে। যারা আইন জানে তারা নিজেরা ভালো হতে জানে। শিক্ষার্থীদের আরও জাগ্রত হতে হবে। প্রায়োগিক দক্ষতার অর্জনে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, ‘আব্দুস ছালাম আমাদের ইবি এবং আইন বিভাগের গর্ব। ওনি এর আগে বিচারক হিসেবে কর্মরত ছিলেন। সেই দক্ষতা ও নিষ্ঠা কাজে লাগিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে নতুনভাবে গড়ে তুলবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন
ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!
ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!
পবিপ্রবির ৭ হলের নাম পরিবর্তন
পবিপ্রবির ৭ হলের নাম পরিবর্তন