ঐশ্বরিয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করেন অভিষেক


বিনোদন ডেস্ক
১৭ বছরের দাম্পত্য জীবন উপভোগ করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই দর্শক ও ভক্তদের মধ্যে। নেটিজেনরাও অনেক সময় সমালোচনায় মেতে উঠেন।
এবার বিতর্ক নাম পদবি নিয়ে। নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে ‘রাই’ পদবিতে ফিরে গেছেন ঐশ্বরিয়া। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে।
তার ও ঐশ্বরিয়ার বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে, তাতে নীরবতাকেই কেন ঢাল করেন অভিষেক? একটি গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনো সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। তিনি বলেন, কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবন যারা বাঁচাচ্ছেন না, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।
অভিষেক বলেন, সবাইকে খুশি করার দায় তার নেই। নিজেই এ কথা বিশ্বাস করতে শুরু করেন ঐশ্বরিয়া বলার পর থেকে। অভিনেতা বলেন, আমার স্ত্রী আমাকে বলেছে, চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে। সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে যা কিছু ভালো সেটি গ্রহণ করতে হবে। এটি ওর থেকেই শেখা।
ঐশ্বরিয়ার শেখানো পথেই এগোচ্ছেন অভিনেতা। তাই বাইরে যে যা-ই বলুক, ভেতরে ভেতরে তাদের সম্পর্ক যে পোক্ত রয়েছে, সেটাই জানিয়ে দিলেন অভিষেক।
ভিওডি বাংলা/ এমএইচ