• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বজরঙ্গী ভাইজান’ অভিনয় করে কত টাকা পেয়েছিলেন মুন্নি

   ১ জুলাই ২০২৫, ০২:৫০ পি.এম.
হর্ষালি মালহোত্রা। ছবি- সংগৃহীত

বিনোদন ডেস্ক

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে এক খুদে মেয়ের সম্পর্ক দর্শকের হৃদয়ে দাগ কেটেছিল।  ছোট্ট বয়সে এই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন মুন্নি। মুন্নির আসল নাম হর্ষালি মালহোত্রা।

কবীর খান পরিচালিত ওই ছবির পর কেটে গেছে এক দশক।  বর্তমানে হর্ষালির বয়স ১৭ বছর।  কিন্তু দর্শক মনে মুন্নি-বজরঙ্গীর মন মাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ। বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন। 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চমকপ্রদ তথ্য এই সিনেমায় অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন ২ কোটি টাকা পারিশ্রমিক! জানা গেছে, শুটিংয়ের প্রতিদিনের জন্য তার পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা এবং মোট ১০০ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ফলে ‘বজরঙ্গী ভাইজান’-এর মাধ্যমে হর্ষালি হয়ে উঠেছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিশুশিল্পী।

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেছিলেন, “আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি। সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে। কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।”

উল্লেখ্য, ছবিতে সালমান খান ও হর্ষালি ছাড়াও ছিলেন কারিনা কাপুর ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে বাকরুদ্ধ ছোট্ট মুন্নির চোখেমুখে অভিনয় ছিল এই সিনেমার প্রাণ।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিটিভিতে ৩৬ দিনব্যাপী জুলাইয়ের অনুষ্ঠান
বিটিভিতে ৩৬ দিনব্যাপী জুলাইয়ের অনুষ্ঠান
প্রথমবারের মতো জুটি বাঁধছেন চঞ্চল-ঋতুপর্ণা
প্রথমবারের মতো জুটি বাঁধছেন চঞ্চল-ঋতুপর্ণা
মুরাদনগরের ঘটনায় প্রতিবাদমুখর শিল্পীসমাজ
মুরাদনগরের ঘটনায় প্রতিবাদমুখর শিল্পীসমাজ