• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না: তাহের

   ১ জুলাই ২০২৫, ০২:২০ পি.এম.
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াতে ইসলামী। তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো—একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। ‘জুলাই ব্যর্থ হয়েছে’—এটা বলার সময় এখনও আসেনি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করবো না।

দলটির নায়েব আমির আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে—যা গত ৫৪ বছরেও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটার লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপিসহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি।

তিন বলেন, সব দলকে বলতে চাই—আসুন, মৌলিক পরিবর্তনের প্রশ্নে আমরা একত্রিত হই। সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে। আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো মানতে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁদলেন তারেক রহমান
কাঁদলেন তারেক রহমান
সারজিস-হাসনাতকে ১০০ বার কল দিলেও রিসিভ করে না
সারজিস-হাসনাতকে ১০০ বার কল দিলেও রিসিভ করে না
বিএনপির অনুষ্ঠানে উপস্থাপনা থেকে সরিয়ে দেয়া হলো এহসান মাহমুদকে
বিএনপির অনুষ্ঠানে উপস্থাপনা থেকে সরিয়ে দেয়া হলো এহসান মাহমুদকে