• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেক্সিকোতে মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার

   ১ জুলাই ২০২৫, ১১:৪৭ এ.এম.

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে একটি মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সিনালোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে।  মেক্সিকোর সিনালোয়া প্রদেশে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর একটি মহাসড়কের পাশে থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে চারটি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল।

আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল ।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, সিনালোয়া প্রদেশে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদা’র সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণ।

মূলত সিনালোয়া কার্টেলকে যুক্তরাষ্ট্র “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছে। মেক্সিকোতে এ ধরনের মোট ছয়টি মাদকচক্র রয়েছে, যাদের ওপর এই বিশেষ আখ্যা দেওয়া হয়েছে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক-সংক্রান্ত সহিংসতায় দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ। এছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের ভাগ্য অনিশ্চিত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের ‘প্রথম পছন্দ’ পুত্রবধূ লারা
ট্রাম্পের ‘প্রথম পছন্দ’ পুত্রবধূ লারা
জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান
জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান
উত্তরসূরি নিয়ে দালাই লামার শপথ
উত্তরসূরি নিয়ে দালাই লামার শপথ