কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে লিটন কুমার দাসের উইকেটে থাকা কিছুটা আশা জাগিয়েছিল সফরকারীদের। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই লিটনের বিদায়ে সেই আশাও নিভে যায়। শেষ ব্যাটাররা আর লড়াই জমাতে না পারায় শ্রীলঙ্কাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোর সুযোগই পেল না বাংলাদেশ।
ফলে কলম্বো টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ও ৭৮ রানে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে মাত্র ২৪৭ রানে। জবাবে ব্যাট হাতে দাপট দেখিয়ে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান, ফলে ২১১ রানের বড় লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১১৫ রান। লিটন কুমার দাস তখন অপরাজিত ছিলেন ১৩ রানে। তবে চতুর্থ দিন শুরুতেই তার বিদায় এবং এরপর উইকেট পতনের মিছিল থামেনি।
এই হারের ফলে টেস্ট সিরিজে আরও চাপে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা ও ধারাবাহিক ব্যর্থতা এবারো বড় পার্থক্য গড়ে দিল ম্যাচে।
ভিওডি বাংলা/ডিআর