• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পুতিনের বিচার দাবি করলেন জেলেনস্কি

   ২৬ জুন ২০২৫, ০৭:০৮ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে তিনি বলেন, আগ্রাসনের শাস্তি নিশ্চিত করতে হবে। পুরো ইউরোপকে একসঙ্গে সেটাই প্রমাণ করতে হবে।

জেলেনস্কি এই মন্তব্য করেন ইউরোপীয় মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের সঙ্গে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরের পর। চুক্তিটি একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পথে প্রথম ধাপ। যার মাধ্যমে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের এমনকি প্রেসিডেন্ট পুতিনেরও বিচার করার লক্ষ্য রয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের ঘটনায় গঠিতব্য এই ট্রাইব্যুনাল হবে কাউন্সিল অব ইউরোপের আওতায় পরিচালিত প্রথম ট্রাইব্যুনাল।

জেলেনস্কি বলেন, এটি বাস্তবায়নে রাজনৈতিক এবং আইনি সাহসের দরকার পড়বে। কিন্তু পুতিনসহ প্রত্যেক রুশ যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করা জরুরি।

নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, ইউক্রেন থেকে অবৈধভাবে শিশুদের স্থানান্তরের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন তিনি।

তবে আইসিসিরএর আওতায় ‘আগ্রাসনের অপরাধ’ বা অন্য রাষ্ট্রে সশস্ত্র হামলার বিচার হয় না। এ কারণেই এই বিশেষ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়া হয়েছে। যা আগ্রাসনের অপরাধে পুতিনসহ রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে পারবে।

ট্রাইব্যুনালটি কোথায় স্থাপিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে জেলেনস্কি হেগ শহরকে উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০