• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরও ১৯ জনের করোনা শনাক্ত

   ২৬ জুন ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৯ জনেই স্থির আছে।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১২১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রামে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, ময়মনসিংহে ২০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ২১ জনের নমুনা পরীক্ষায় একজন ও কুমিল্লায় ১৭ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব
স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব
দেশে গিরা, পেশী ও হাড়ের ব্যথায় ভুগছেন ৪ কোটি মানুষ
দেশে গিরা, পেশী ও হাড়ের ব্যথায় ভুগছেন ৪ কোটি মানুষ