• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন এমবাপ্পে

   ২৬ জুন ২০২৫, ১০:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সুখবর রিয়াল মাদ্রিদ তাবুতে। তীব্র মাত্রার গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে সেরে উঠে বুধবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন দলটির আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে । ক্লাব বিশ্বকাপে গ্রুপ এইচ-এর গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আরবি সলজবুর্গের বিপক্ষে মুখোমুখি হওয়ার ঠিক আগে এমবাপ্পের এই ফেরা রিয়ালের জন্য বড় স্বস্তির খবর।

ফ্রান্স তারকাকে গত সপ্তাহে অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসুস্থতার কারণে তিনি রিয়ালের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। ওই দুই ম্যাচের প্রথমটিতে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর পাচুকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আরবি সলজবুর্গ। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আল হিলালেরও এখনও নকআউট পর্বে ওঠার সুযোগ রাখছে।

ফলে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমবাপ্পে ফিরে আসায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে নতুন করে গতি আসার প্রত্যাশা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন কোচ জাবি আলোনসোর দলে প্রথমবারের মতোও খেলতে দেখা যাবে তাকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত
ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত
মেসিকে ছাড়া মায়ামির বড় হার
মেসিকে ছাড়া মায়ামির বড় হার
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ