• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নেই: ফয়জুল করীম

   ২৪ জুন ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা প্রতিনিধি    
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, ঠিক একইভাবে বিএনপিও শুরু করছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, দেশে যারাই ক্ষমতায় ছিলেন, কেউই জনগণের জন্য কাজ করেননি। তাই হাতপাখায় ভোট দিয়ে বিজয় করতে পারলে দেশের বিজয় হবে, সাধারণ জনগণের বিজয় হবে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।

মুফতি ফয়জুল করীম বলেন, ‌‘এদেশে শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আগে যে নামে চাঁদাবাজি হতো, শুধু নামের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি। এসময় দেশে ইসলাম বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম
পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম
ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত
ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত
জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা