• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আব্দুল আউয়াল

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে

   ২৪ জুন ২০২৫, ০৫:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি এখন শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, নেতাকর্মীদের গণ্ডি পেরিয়ে বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী। এ কারণে বিএনপি অনেক আগেই ৩১ দফা কর্মসূচি দিয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দিবে।

তিনি বলেন, দেশের জনগণের সার্বিক খোঁজখবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা দিয়েই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না।  

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ বি এম এ রাজ্জাক, সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম
পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম
ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত
ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত
জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা