• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ইরানের আবাসিক ভবনে ইসরাইলি হামলা, নিহত ৯

   ২৪ জুন ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরাইল। এতে দুই দেশেই হতাহতের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোরে উত্তর পশ্চিম ইরানের আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গিলান প্রদেশে ইসরাইলের এই বিমান হামলায় নিহতের পাশাপাশি ৩৩ জন আহত, চারটি আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে।
 
স্থানীয় গর্ভনর জানিয়েছেন, নিহত ও আহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন নারী ও শিশু ছিলেন। বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে গভর্নর জানিয়েছেন।
 
এদিকে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।
 
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’
 
এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে।
 
গত ১৩ জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরাইল। এরপর প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরানও। গত ১২ দিনের সংঘাতে ইরানে কয়েকশ ও ইসরাইলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০