• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

   ১৯ জুন ২০২৫, ০৮:১০ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া কুমারখালীতে বিষধর সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামের এক যুবকের মৃত্যু ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ জুন ) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাব্বির আহমেদ কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানায় ,প্রতিদিনের মতোই রাতে সাব্বির ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল।হঠাৎ ঘুমের মধ্যেই তাকে সাপে কামড় দেয়। রাত আনুমানিক ৩টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পারে।

পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় সরিষা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশায় সরিষা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা