• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোফার বৈঠকে রাজনৈতিক সংঘাত এড়ানো গেছে : ফাহাম

   ১৩ জুন ২০২৫, ১০:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
সোফার বৈঠকে রাজনৈতিক সংঘাত এড়ানো গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। শুক্রবার বিকালে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ফাহাম আব্দুস সালাম বলেন, বাংলাদেশে এই প্রথম একটা সিরিয়াস পলিটিকাল গ্যাঞ্জাম এড়ানো গেছে সোফায় বসে। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অগ্রগতি। একটা সভ্য রাষ্ট্রের সমস্যা হবে, আর সেই সমস্যা দায়িত্ববানরা শান্তিপূর্ণভাবে বসে সমাধান করবেন এটাই আমরা চাই। 

তিনি বলেন, ড. ইউনূস ও তারেক রহমান সভায় বসেছেন। এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে ধন্যবাদ জানাই তারেক রহমানকে। কারণ গ্যাঞ্জাম করার ক্ষমতা তাঁর বেশি। সেদিক থেকে তিনি যে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছেন সেটা পলিটিক্যাল ম্যাচুরিটির একটা লক্ষণ। 

ফাহাম বলেন, আমি মনে করি, এই সভার মাধ্যমে ‘আইস ব্রেকিং’ এর চেয়েও বেশি অর্জন এসেছে আমাদের দেশের জন্য। আমরা বহুদিন ধরে চাইছিলাম যে, তারা একসঙ্গে বসুক। আমরা জানি, তারা যদি বসে কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে তা সমাধান করা সম্ভব। আমাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। এ ক্ষেত্রে উভয় পক্ষই ছাড় দিয়েছে। 

তিনি বলেন, আমরা জানি না তাদের সভায় কি হয়েছে। সেটা জানার কথাও নয়। সে ব্যবস্থাই করা হয়েছে। কিন্তু তাদের শরীরি ভাষা, আচরণ ও যৌথ বিবৃতি দেখে মনে হয়েছে তারা ইতিবাচকভাবে আলোচনায় গেছেন।

তিনি আরও বলেন, আজকের বৈঠকের মাধ্যমে পুরনো দিনের মতো রাস্তায় নেমে গাড়ি ভাঙার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসলাম। আমাদের রাজনীতিতে আরো উন্নতি দরকার। রাজনীতিতে অনেক ধরনের সমস্যা রয়েছে। দলগুলোর উচ্চ স্তর যদি ঠিক থাকে তাহলে ভায়োলেন্স এড়ানো যায়। 

তিনি বলেন, আমি জেনেছে, বিএনপির টপ লিডারশিপ কোনো গ্যাঞ্জামে যেতে চায় না। তারা একটি সুষ্ঠু নির্বাচনে যেতে চায়। তাদের দাবি ছিল নির্বাচনের প্রতিশ্রুতি ও রোডম্যাপ। এর অনেক বাস্তব কারণ আছে। তাদের চাওয়া একেবারেই যৌক্তিক। তাদের আহ্বানে সাড়া দিয়ে ড. ইউনূস প্রথমে এপ্রিল মাসের কথা বলেছেন। তবে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযোগি। তবে, সবশেষ বৈঠকের মাধ্যমে এই দ্বন্দ্ব এড়ানো গেছে।ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা