প্রেস সচিব
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হবে ওয়ান টু ওয়ান


নিজস্ব প্রতিবেদক
লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা (আলোচ্যসূচি) নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। সবকিছু নিয়ে আলোচনা হবে। এ বৈঠক হবে ওয়ান টু ওয়ান।
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে তিনি বলেন, সংস্কারের উদ্যোগ নিয়ে রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
৩০ মিনিটের বৈঠকটি সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটি। কিংস চার্লস ড. ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন।
প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রঞণের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড পাবেন, সেটি পুরো বাংলাদেশের জন্য সম্মানের। মাইক্রোক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে, এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড। পাচার হওয়া অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক করছেন বলে জানান প্রেস সচিব।
ভিওডি বাংলা/ এমএইচ
থানা হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা: আইজিপি
জনগণকে হয়রানিমুক্ত ও মানবিক সেবা দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বাহারুল …

ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল
বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি …
