রাজাপুরে দিনভর আতঙ্ক
জমি দখলের জন্য দেশীয় অস্ত্রের মহড়া


ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ করে এমন হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, সকাল ৯টার দিকে চরশুক্তাগড় গ্রামের বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ ঢুকে পড়ে।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও আলতাফের নেতৃত্বে হামলাকারীরা রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে জমি দখলের চেষ্টা চালায় এবং ট্রাক্টর দিয়ে জমিতে চাষ শুরু করে।
ভুক্তভোগী জাফর আলী হাওলাদার ও তার ছেলে মো. রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে। হুমকি দেয়—ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আমরা একরকম অবরুদ্ধ অবস্থায় ছিলাম। এই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি ও বৈধভাবে কেনা। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এমনকি গতকাল আমাদের তিনটি ছাগলও তারা নিয়ে গেছে।”
অন্যদিকে অভিযুক্ত শিক্ষকরা নিজেদের দায় অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা ও এলাকার আরও অনেকে। জাফর আলী দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে রেখেছে। আমরা আমাদের বৈধ জমিতে চাষাবাদ করছি।”
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভিওডি বাংলা/মাহিন খান/ডিআর
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…