মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরানোর নির্দেশ ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। তাই তাদের চলে আসতে বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্র তাদের ইরাকের দূতাবাস আংশিকভাবে খালি করে দিচ্ছে। এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে বলে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরাকি সূত্র রয়টার্সকে জানিয়েছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, কুয়েত ও বাহারিন থেকেও দূতাবাসের কর্মীরা ইচ্ছে করলে চলে আসতে পারেন।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে পরমাণু বোমা থাকবে না।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে টালমাটাল পরিস্থিতি রয়েছে। ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার চেষ্টা করছিলেন, কিন্তু তাতে অচলাবস্থা দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল ইরানের পরমাণু সংস্থার উপর আক্রমণ করতে পারে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিজাদে বলেছেন, ইরান আক্রান্ত হলে, তারাও এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলি আক্রমণ করবে। ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের।
ভিওডি বাংলা/ডিআর
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ভারতের উন্নতি হজম …

গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ …

ইরানের হুমকিতে ট্রাম্পের ককেশাস করিডোর অনিশ্চিত
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে প্রস্তাবিত ‘ককেশাস করিডোর’ বাস্তবায়ন নিয়ে …
