১ মাসের মধ্যে ফরিদপুর বিএনপির কমিটি করার নির্দেশ


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য ১ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ২ জুন জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি আগামী জুলাই মাসের মধ্যে গঠন করে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় জেলা কামটি ভেঙে দেওয়া হবে।
একইভাবে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর মহানগরের আওতাধীন ওয়ার্ড সমূহের সম্মেলন জুলাইয়ের প্রথম সপ্তাহে সম্পন্ন করতে হবে। অন্যথায় কমিটি ভেঙে দেওয়া হবে।
চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, কেন্দ্র থেকে আমরা সম্মেলনের জন্য চিঠি পেয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা সম্মেলন জন্য জেলা কমিটি আগামী ১৬ জুন সভা ডেকেছি। সে সভাতেই সম্মেলন আয়োজনের বিষয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রতিটি ইউনিট কমিটিই সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে। বিগত দিনে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত, হামলা-মামলার শিকার হয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে কমিটি গঠনে।
এদিকে, জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চাঙা হয়ে উঠছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃত্বে আসতে ইচ্ছুক নেতারা। ইতোমধ্যেই তারা তাদের সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করে দিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড তৈরি করে প্রচারণা করছেন। দীর্ঘদিন পর জেলা ও মহানগরের সম্মেলনকে ঘিরে উপজেলা গুলোতেই নেতাকর্মীদের মাঝে চাঙা ভাব লক্ষ্য করা গেছে।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দাবি, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে বিএনপি শক্তিশালী হবে। কিন্তু বিগত দিনের মতো কয়েক নেতার পছন্দসই ব্যক্তিদের নিয়ে কমিটি করা হলে সেই কমিটি পকেট কমিটিই হবে। তাতে করে বিএনপি দুর্বল নেতৃত্ব পাবে। এবার এমনটা করার চেষ্টা হলে রাজপথে থেকে ত্যাগী নেতাকর্মীরা তা বানচাল করবে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েক নেতা জানান, দীর্ঘদিন পরে জেলা ও মহানগরের সম্মেলন হবে। কিন্তু স্বল্প সময়ের মধ্যে সম্মেলন করার যে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে তা সঠিক হয়নি। কমপক্ষে দুইমাস সময় দিলে ভালো হতো। কারণ ফরিদপুর জেলা ও মহানগরের অনেক ইউনিট রয়েছে। এসব ইউনিটের কমিটি গঠন করতে গিয়ে ভুল-ভ্রান্তি হতে পারে।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
