• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বুধবার দেশে ফিরছেন সাড়ে ৩ হাজারের বেশি হাজি

   ১১ জুন ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হজ শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। বুধবার (১১ জুন) বাংলাদেশ বিমানসহ পরিচালিত হচ্ছে ১১টি ফ্লাইট। এই ফ্লাইটগুলোতে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে ফিরছেন। মঙ্গলবার (১০ জুন) থেকে ফিরতি ফ্লাইট চালু হয়েছে।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, বুধবার সকাল ৫টা ৫০ এবং বেলা ১০টা ৫০ মিনিটে হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারের ৪টি ফ্লাইট পরিচারিত হচ্ছে। মোট ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে আসবেন। বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি