• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যা

   ১০ জুন ২০২৫, ০৭:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গনি মোল্লা নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার (৯ জুন) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার একটি কক্ষে কুপিয়ে আহত করা হয়।

নিহত গনি মোল্লা সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মরিচ কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার রাতে চন্ডিপুর এলাকায় ওই মেয়েকে নিয়ে আসেন শাহাদাত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী। পরে তারা সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার কাছে যান। এ সময় গনি মোল্লাকে ওই মেয়েকে শাহাদাতের সঙ্গে বিয়ে পড়াতে বলেন। কিন্তু শাহাদাতের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি মোল্লা বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান।

তারা আরও জানান, ক্ষুব্ধ হয়ে শাহাদত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী মিলে ইমাম গনি মোল্লাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে থাকা এক কিশোর চন্ডিপুর বাজারে গিয়ে স্থানীয়দের জানালে তারা ইমামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আহত গনি মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। গনি মোল্লার মৃত্যুর খবর চন্ডিপুর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ জনতা বৃদ্ধ মরিচ কাজীপাড়ায় শাহাদত হোসেন ও তার আত্মীয়-স্বজনের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ