দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন


ডেস্ক রিপোর্ট
দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১০ জুন) ভোরে এই দুই সীমান্ত দিয়ে মোট ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। তিনি জানান, আটক ব্যক্তিদের বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই-বাছাই চলছে।
বিজিবির সূত্রে জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতের কুশমণ্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।
অন্যদিকে, একই ব্যাটালিয়নের অধীনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মইন হাসান।
ভিওডি বাংলা/ডিআর
নৌপথে চাঁদাবাজি : র্যাবের হাতে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৭
সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা …

রাজশাহীতে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম
রাজশাহীতে বর্ষাকালে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা সবজির দাম। …

বহিষ্কার হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী …
