ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

 
                                            
                                    
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা আরোহী কলেজ ছাত্র স্যামুয়েল মুর্মু জানান, ঈদের দিন শনিবার সকাল ১১টার দিকে পৌরসভার রঘুনাথপুর সুন্দরী মোড় মহিলা কলেজ রোডে বিপরীত দিক থেকে আসা অটো চার্জার ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের চালক মারাত্মকভাবে আহত হন।
স্যামুয়েল আরও জানান, ওই অটোরিকশায় আমি, আমার ভাই আর ভাতিজা ছিলাম। আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই। কিন্তু ভ্যান চালক শরিফুল ছিটকে পড়েন দূরে এবং মাথায় আঘাত পান।
স্থানীয়রা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৫)। তিনি পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেউটগাও জয়কুর গ্রামের মৃত ক্ষীর বকশের ছেলে। সূত্র: বাসস
ভিওডি বাংলা/ডিআর
 
                             
                         
                 
                





