• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনও যৌক্তিকতা নেই: খোকন

   ৭ জুন ২০২৫, ১১:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনও যৌক্তিকতা নেই।’

এদিকে, বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়।

সকাল সাড়ে ৮টায় নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। অপরদিকে সকাল ৯টায় জেলার বৃহৎ আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় রায়পুরার বালুয়াকান্দি শামসুর উলুম মাদ্রাসার ঈদগাহ ময়দানে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের