• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজে শিক্ষার্থী-কর্মচারীদের জন্য শিবিরের প্রীতিভোজ

   ৭ জুন ২০২৫, ১১:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষ্যে আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা।

শনিবার (৭ জুন) কলেজ ক্যাম্পাসে এ আয়োজনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষার্থী ও কর্মীদের একত্রিত করে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, ঈদ মানে কেবল উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বাস্তব অনুশীলন। ছাত্রদের মধ্যে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে শিবিরের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

প্রীতিভোজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

আয়োজকরা জানান, আবাসিক অনেক শিক্ষার্থী ঈদের সময় বাড়িতে যেতে পারেন না। তাদের পাশে দাঁড়াতেই এই প্রীতিভোজের আয়োজন। শুধু ধর্মীয় উৎসব নয়, বরং একটি বন্ধুত্বপূর্ণ ও মানবিক ছাত্রসমাজ গড়ে তোলার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, ঈদের সময় পরিবার থেকে দূরে থাকাটা মানসিকভাবে কষ্টদায়ক। আজকের আয়োজন আমাদের সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে। এমন আন্তরিক ব্যবস্থাপনায় সত্যিই এক ধরনের ঘরের মতো অনুভূতি পেয়েছি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিদ ইসলাম বলেন, এ আয়োজনে শুধু খাওয়াদাওয়া নয়, ছিল আন্তরিকতা ও সামাজিক বন্ধনের পরশ। ঈদের আসল রূপই তো এমনটাই হওয়া উচিত, ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে বসা।

আবাসিক হলের কর্মচারী কাশেম মিয়া বলেন, আমরা সাধারণত এ ধরনের অনুষ্ঠানের বাইরে থাকি। কিন্তু আজকের আয়োজনে আমরাও আমন্ত্রিত ছিলাম, এটা আমাদের জন্য অনেক সম্মানের। ছাত্ররা এমন ভাবনা থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে মন ভরে গেছে।

এসময় ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা